ভরতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় তরুন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। সিরিজে বিশ্বসেরা ভারতীয় ব্যাটিং লাইনআপকে কার্টার আর সুইংয়ে নাস্তনাবুদ করে ছাড়েন সাতক্ষীরার এই পেসার। ওই সিরিজ চলাকালে তাই মুস্তাফিজ বন্দনায় পঞ্চমুখ ছিল ভারতীয় সাবেক ক্রিকেটাররা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর তার প্রশংসাই করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, এরই মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা টি-টোয়েন্টি দলগুলো মুস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমনটা না হলে, আমি বিস্মিতই হবো। অন্তত, তাদের জায়গায় থাকলে আমি এটাই করতাম।’
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৫/মাহবুব