ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিয়ে করতে যাচ্ছেন। পাত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। গ্রামের বাড়ি ভৈরবে হলেও বর্তমানে ঢাকায় এলিফ্যান্ট রোডে পরিবারের সঙ্গে বাস করছেন। ব্যবসায়ী বাবার দুই মেয়ের মধ্যে অর্চিই বড়।
ইতিমধ্যে গত ১৫ জুলাই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশরাফুল ও অর্চির আংটি বদল হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান।
এ বিষয়ে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বিয়ের সব প্রস্তুতিই নিয়ে রাখা হয়েছে। পাত্রীও ঠিকঠাক। আসলে পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন করা হয়েছে। আমার হবু স্ত্রী বর্তমানে পড়ালেখা করছে। ইনশাল্লাহ, চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করছি আমি। আর সেটা হতে পারে ১১ ডিসেম্বর। বৌ-ভাত হবে তার পরদিন।’
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৫/মাহবুব