দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথটিতে অংশ নিতে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন টাইগাররা। আর সেখানেই ঈদের নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। একইসঙ্গে টেস্টে বাংলাদেশের ভালো ফল কামনায় সবার দোয়াও চেয়েছেন মুশফিক।
শনিবার দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ পড়েন মুশফিক, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বিসিবি ও দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তাও তাদের সঙ্গে নামাজ পড়েন।
পরে দলের হোটেলে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টেস্ট অধিনায়ক মুশফিক। তিনি জানান, দেশে এই প্রথম বাবা-মাকে ছাড়া ঈদ করছেন তিনি। স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তার সঙ্গে আছেন।
তিনি আরও জানান, “অন্যরকম লাগছে। ঈদের আগে আমরা ওয়ানডে সিরিজে ভালো করেছি, ঈদের পর টেস্ট সিরিজে ভালো করতে চাই, এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
ঈদের জন্য দুই দিনের ছুটি পেয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। আট জন ছুটি কাটাতে হোটেল ছাড়লেও থেকে গেছেন মুশফিকসহ ছয় জন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, “যে যেখানেই থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। ঈদ ভালোভাবে উদযাপন করুন। সবার সঙ্গে মিলে আনন্দ করুন।”
আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৫/মাহবুব