দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ (৪-২) জিতেছে বাংলাদেশ। সিরিজের ষষ্ঠ ম্যাচে পিনাক ঘোষের সেঞ্চুরিতে সফরকারী বাংলাদেশ ৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
ডারবানে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে স্বাগতিক বোলারদের তুলাধুনা করেছে বাংলাদেশী ব্যাটসম্যানরা। ১৫০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন ওপেনার পিনাক ঘোষ। ২১টি চার ও একটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
দারুণ খেলেছেন জয়রাজ শেখ। হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৯৬ বল খেলে ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৪ রান করেছন জয়রাজ। এ ছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৮ ও মোহাম্মদ সাইফুদ্দিন ১৬ রান করেছেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান করে বাংলাদেশ।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নাকাল হয়েছে দক্ষিণ আফ্রিকা। নাজমুল হোসেন শান্ত ৩টি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি উইকেট। তাই গুটিয়ে যাওয়ার আগে ২৪৬ রান তুলতে সমর্থ হয়েছিল স্বাগতিকরা। সর্বোচ্চ ৬২ রান করেছেন ম্যাথু ব্রিটসকে।
উল্লেখ্য, এ মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছে দক্ষি আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। সর্বশেষ সফরকারীদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে মাশরাফির নেতৃত্বাধীন দল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৩০৪/৭, ওভার ৫০ (পিনাক ১৫০, জয়রাজ ৬৪, মিরাজ ২৮; গালিয়েম ৩/৩৫)
দক্ষিণ আফ্রিকা : ২৪৬/১০, ওভার ৪৮.৩ (ব্রিটসকে ৬২, স্মিথ ৩১, গালিয়েম ২৮; শান্ত ৩/৪৮, মিরাজ ২/৪৫)
ফল : বাংলাদেশ ৫৮ রানে জয়ী
ম্যাচসেরা : পিনাক ঘোষ
সিরিজ : ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-২ ব্যবধানে জয়ী বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই ২০১৫/এস আহমেদ