এই মুহূর্তে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা পেসার কে? সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে লড়াইটা হবে মুস্তাফিজুর রহমান ও পাকিস্তানের মোহাম্মদ আমিরের মধ্যে। তবে এই দু'জনের মধ্যে মুস্তাফিজকেই এগিয়ে রাখলেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ও বর্তমানে আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ। তার মতে, মোহাম্মদ আমিরের চেয়েও সেরা মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ কেন সেরা তারও ব্যাখ্যা দিয়েছেন লক্ষ্মণ।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে লক্ষ্মন নিজ দলেল উদীয়মান এই পেসারের কথা বলতে গিয়ে প্রসঙ্গ টানেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের সঙ্গে তুলনার বিষয়ে। যেখানে তিনি আমিরের চেয়েও এগিয়ে রাখেন মুস্তাফিজকে।
বর্তমান সময়ের সেরা পেসার কে? এই প্রশ্নের জবাবে লক্ষ্মণের সোজা জবাব, ‘অবশ্যই মুস্তাফিজুর। কারণ, আমি মনে করি আমিরের চেয়েও মুস্তাফিজের হাতে ভ্যারিয়েশন অনেক বেশি। নতুন বলে এখনও সংগ্রাম করতে হয় আমিরকে। কারণ নতুন বলে সুইং করাতে পারেন না তিনি। যদিও তার হাতে দুর্দান্ত কিছু ইয়র্কার রয়েছে। তবে, মুস্তাফিজের কাছে নতুন বল-পুরাতন বল কোন বিষয়ই না। সব ধরনের বৈচিত্র্যই তার বোলিংয়ে রয়েছে। যে কারণে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে দারুণ সফল বোলার হতে পারেন তিনি।’
তিনি করেন, ‘মুস্তাফিজের রয়েছে অসাধারণ রক্ষণাত্মক প্রতিভা। একই সঙ্গে রয়েছে তার চমৎকার স্ট্রাইকিং পাওয়ারও। তার বলে আউট সুইং, ইনসুইং সবই আছে। বিশেষ করে ডান হাতি ব্যাটসম্যানদের জন্য তো ইনসুইংটা খুবই মারাত্মক। তার হাতে রয়েছে দু’ধরনের ইয়র্কার। একটা হলো ওয়াইড ইয়র্কার এবং অন্যটা হলো ব্লক হোল ইয়র্কার। দু’ধরনের ইয়র্কারই ব্যাটসম্যানদের জন্য মারাত্মক হুমকি।’
অবশ্যই মুস্তাফিজের কাটারটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখলেন লক্ষ্মণ। তার মতে, মুস্তাফিজের কাটারই ব্যাটসম্যানদের জন্য দুশ্চিন্তার বিষয়। সেরা সেরা ব্যাটসম্যানরাও এই কাটারে সমস্যায় পড়ে যায়। পেস বৈচিত্র্যের কারণেই আমি অন্যদের চেয়ে এগিয়ে রাখবো মুস্তাফিজকেই।’
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব