আইপিএলের নবম আসরে আজ শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিকাল সাড়ে ৪টায় মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
এদিকে, গত দুটি ম্যাচে সাকিবকে সাইড বেঞ্চে বসিয়ে রাখলেও এদিন একাদশে ঢুকেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অন্যদিকে, আগের ম্যাচে দারুণ বল করা মুস্তাফিজ তো আজ থাকবেন এটা নিশ্চিত ছিল। তাই সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবের বিরুদ্ধে বল করতে দেখা যাবে সাতক্ষীরার কাটার মাস্টারকে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব