ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নবম আসরে এখন পর্যন্ত সফল মুস্তাফিজুর রহমান। তবে ভাষাগত সমস্যার কারণে সানরাইজার্স হায়দরাবাদের টিম মিটিংয়ে অংশ নিতে পারেননি এই কাটার মাস্টার। যা কিছু দিন আগেই স্থানীয় গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়। এবার মুস্তাফিজের চাহিদার কথা মাথায় রেখে তার সার্বক্ষণিক একজন বাংলাভাষী নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এক গণমাধ্যমকে সুজন বলেন, ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয়, সে জন্য এক বাঙালি মুসলমান ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ।’
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব