ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পেয়েছে মাশরাফি বিন মর্তুজা বাহিনী।
বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে আজ বুধবার দুপুর আড়াইটাতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে।
আগের দুই ম্যাচের মতই এই ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ড টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের ব্যাটে ভর করে সূচনাটা ভালোই পায় বাংলাদেশ। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। কিন্তু এর পরই পথ হারাল বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৪৬ ওভারে ৬ উইকেটে ২৩৬। ৪৩ রানে অপরাজিত মুশফিকের সঙ্গে জুটি গড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত (২১)।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম