ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এর আগে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর পথ হারায় টাইগাররা। এরপর মুশফিকুর রহিম দৃঢ়তার সঙ্গে ব্যাট করে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করেন তিনি। এটি তার ২৩তম হাফ সেঞ্চুরি।
শেষ পর্যন্ত মুশফিকুর রহিম চার বাউন্ডারি ও এক ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। এর আগে মোসাদ্দেক হোসেন সৈকতের (৩৮) সঙ্গে ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম