নিজের একাধিক ছবিতে বিশেষ ভঙ্গিতে তোয়ালে নিয়ে নেচেছেন বলিউড অভিনেতা সালমান খান। এই নাচটি পরে এতই জনপ্রিয়তা পেয়েছিল যে, তরুণ তারকারা এখনো এই নাচটি নকল করে থাকেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভোও সালমানকে নকল করলেন।
একটি রিয়েলিটি শোর শ্যুটিংয়ের সময় সালমানের 'মুঝচে শাদি কারোগি' ছবির একটি গানে নাচেন ব্রাভো। সেখানেই তিনি সালমানের অনুকরণ করে বিশেষ ভঙ্গিতে নাচেন। ব্রাভো পরে জানিয়েছেন, সালমানের বিশেষ ভক্ত তিনি।
ব্রাভো বলেন, তিন খান বলিউডের সবচেয়ে বড় তারকা। আমি তিন জনেরই ভক্ত। আর আমার মনে হয় সালমান বলিউডের সবচেয়ে 'কুল' অভিনেতাদের একজন। তার স্টাইল, নাচের ভঙ্গি আমার ভালো লাগে। সালমানের জনপ্রিয় একটি গানের ভিডিও দেখার পর আমার অনেক ভালো লেগে যায়। শ্যুটিংয়ে আমি সেরকম করার চেষ্টা করেছি।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা