নিজের ক্রিকেট ক্যারিয়ারে অনবদ্য সব কীর্তি গড়েছেন অনিল কুম্বলে। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট দখল করে ভারতকে টেস্ট ম্যাচ জেতানোর কীর্তিও আছে তার। বরাবরই, ক্রিকেটের ময়দানে লড়াকু সৈনিক তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাঙা চোয়ালে ব্যান্ডেজ বেঁধে এক নাগাড়ে বল করে গিয়েছিলেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
এবার এই বিখ্যাত লেগ স্পিনার নাকি নরেন্দ্র মো্দির গুগলিতে বোল্ড হয়ে গিয়েছেন। আসলে ৫০০ এবং ১০০০ টাকার জাল নোট বাজার থেকে হঠাতে মোদীর এই পদক্ষেপ ব্যাপকভাবে নজর কেড়েছে অনিল কুম্বলের। টুইটারে মোদিকে সাধুবাদ জানানোর সঙ্গে সঙ্গে প্রশংসাও করেছেন তিনি। মোদি ‘গুগলি’ ছেড়েছেন বলে মনে করছেন তিনি। আর সেই গুগলিতে সবাইকেই বোল্ড করে দিয়েছেন বলে কুম্বলে টুইটারে লিখেছেন। মোদির এমন সিদ্ধান্তে সকলে গর্বিত বলেও টুইটারে মন্তব্য করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০