হোবার্ট টেস্টে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। পার্থে প্রথম টেস্টেও তারা সফরকারীদের কাছে হেরে যায় ১৭৭ রানের বিশাল ব্যবধানে।
এই অবস্থায় অস্ট্রেলিয়া দলের টেস্ট খেলার ‘যোগ্যতা’ নিয়েও খোঁচা দিচ্ছেন। যেমন শনিবার স্টিভেন স্মিথের দলকে তীক্ষ্ম খোঁচা দিলেন ইংল্যান্ডের একটি রেডিও প্রোগ্রামের জনপ্রিয় প্রযোজক অ্যাডাম মাউন্টফোর্ড।
তিনি তার এক টুইটে বলেন, “সম্ভবত ইংল্যান্ড দল এই শীতে অস্ট্রেলিয়ার সঙ্গে অনুষ্ঠেয় অ্যাশেজ বাতিল করে বাংলাদেশের মতো উপযুক্ত দলের সঙ্গে ৫ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পারে!”
অবশ্য, টুইটির রিটুইটে অস্ট্রেলিয়ান ক্রিকেটভক্তরা মাউন্টফোর্ডের ‘খোঁচা’র জবাবও দিয়েছেন। কেউ কেউ কেবলই মজা হিসেবে নিয়েছেন তার এ টুইটকে।
মাউন্টফোর্ডের এই টুইট ছড়িয়ে গেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। এমনকি এই টুইটে সমর্থন জানিয়ে রিটুইট করেছেন ইংল্যান্ডেরই ক্রিকেটার জেমস টেইলর।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৭