পর্দা উঠলো বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্টের। টি অফের মধ্য দিয়ে কুর্মিটোলা গলফ কোর্সে গড়ায় ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও বাংলাদেশ গলফ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত হয়ে চার দিনের আন্তর্জাতিক এই গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সকাল ৭টা ০৫ মিনিটে ১ নম্বর হোল থেকে টি অফ করেছেন কোরিয়ান গলফার দংমিন লি, বাংলাদেশের মো. শাহআলম ও মো. মুজা।
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন মার্কেটিং ফাংশন ম্যানেজার মো. সাইফুল ইসলাম রুবেল ও এক্সিকিউটিভ মো. আতিকুর রহমান।
গেল দুই আসরের ধারাবাহিকতায় এটি বসুন্ধরা গলফের তৃতীয় আসর। বিশ্বের ২২টি দেশের ১৩৪ জন গলফারের অংশগ্রহণে এ টুর্নামেন্ট চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের টুর্নামেন্টে খেলতে এসেছেন হিন্দি ব্লক বাস্টার সিনেমা 'ভাগ মিলখা, ভাগ' -এর সেই মিলখা সিংয়ের ছেলে জীব মিলখা। ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের জীবনী নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। সেই মিলখা সিংয়ের ছেলে জীব মিলখা সিং বাংলাদেশে এসেছেন বসুন্ধরা গলফ মাতাতে। ৪৫ বছর বয়সী জীব মিলখা সিং নিজেই এক জীবন্ত কিংবদন্তি। বাবার মতো তিনি নিজেও ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হয়েছেন। উপমহাদেশের গলফ ইতিহাসে জীব মিলখা সিং এক মহানায়ক। তিনি প্রথম ভারতীয় গলফার হিসেবে ১৯৯৭ সালে ইউরোপিয়ান ট্যুরে খেলার সুযোগ পান। শুধু তাই নয়, ইউরোপিয়ান ট্যুরের চার চারটি শিরোপা জিতেছেন তিনি। জাপান গলফ ট্যুরের শিরোপা জিতেছেন চারটি। এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন ছয়টি। এছাড়া গলফের বড় বড় আরও সাতটি শিরোপা রয়েছে তার শোকেসে। এবার এশিয়ান ট্যুরের সাত নম্বর শিরোপার খোঁজে এসেছেন বাংলাদেশে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ