নিজের অভিষেক টেস্ট সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার ভারত সফরে যাচ্ছেন এই অফ স্পিনার। ভারত সফরে খেলার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছে বোলিং পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন মিরাজ।
বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে মিরাজ জানালেন, ‘বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার এখন অশ্বিন। আমার ক্যারিয়ারের জন্য খুবই কাজে আসবে যদি তার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে তার সঙ্গে কথা বলে তার কাছ থেকে কিছু টিপস নেওয়া।’
উল্লেখ্যে গত বছর মিরাজ তার অভিষেক টেস্টে দারুণ বোলিং করে অশ্বিনের প্রশংসা কুড়িয়েছিলেন। সে সময় অশ্বিন টুইটারে লিখেছিলেন, ‘মেহেদী হাসান নামের অফস্পিনারটা দারুণ।’
বিডি-প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮