আফ্রিকান কাপ অব ন্যাশনসে (অ্যাফকন) মিশরকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপার স্বাদ পেল ক্যামেরুন। ফাইনালে শক্তিশালী ৭ বারের চ্যাম্পিয়নকে ২-১ ব্যবধানে হারায় পেলো হুগো ব্রুসের শিষ্যরা।
যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে গ্যাবনের লিবরেভিল স্তাদে ডি’অ্যানগোনজে স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় সর্বশেষ ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া মিশর। ২২ মিনিটে মোহাম্মদ এল নেনির ওই গোলের লিড নিয়ে বিরতিতেও যায় দলটি।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ক্যামেরুন। ম্যাচের ৫৯ মিনিটে বেনজামিন মোকানদিজো বিলের সহায়তায় নিকোলাস এন’কলু গোল করলে সমতায় ফেরে ক্যামেরুন। খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই নির্ধারিত সময়ের দুই মিনিট আগে মিশর শিবিরকে চুপ করিয়ে দেন ক্যামেরুন ফুটবলার পাতে আবুবকর। সিবাস্তেইন সিয়ানির অ্যাসিস্টে গোলটি করেন তিনি। আর তার এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ক্যামেরুন।
এদিনের ট্রফির জয়ের ফলে ১৫ বছর পর শিরোপা উদ্ধার করলো ক্যামেরুন। সর্বশেষ ২০০২ সালে সেনেগালের বিপক্ষে জিতেছিল দলটি। প্রতি দুই বছর পর অনুষ্ঠিত অ্যাফকন কাপ আগামীবার ক্যামেরুনেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব