ফাফ ডু প্লেসির ক্যারিয়ার সেরা ১৮৫ রানের উপর ভর করে মঙ্গলবার কেপ টাউনের নিউল্যান্ডসে শ্রীলঙ্কাকে চতুর্থ ওয়ানডেতে ৪০ রানে পরাজিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর ফলে লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গার সেঞ্চুরি বিফলে গেছে।
ডু প্লেসির ১৮৫ রানের কল্যাণে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং থেকে ৫ উইকেটে ৩৬৭ রানের পাহাড় সমান স্কোর গড়ে তুলে। ডু প্লেসির এই স্কোর দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে রেকর্ড থেকে তিন রান কম। বিশাল এই স্কোরের পরেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের তিন ম্যাচে বিধ্বস্ত শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা হয়ত আরেকটি বড় পরাজয়ের শঙ্কায় পড়তে যাচ্ছে। কিন্তু থারাঙ্গার ৯০ বলে ১১৯ রানের ঝকঝকে ইনিংসটি শুধুমাত্র পরাজয়ের ব্যবধানই কমায়নি, প্রতিপক্ষের প্রশংসাও কুড়িয়েছে। এক পর্যায়ে লঙ্কানরা জয়ের স্বপ্ন দেখলেও ইনিংসের শেষের দিকে ৪.৩ ওভারে মাত্র ২০ রানে শেষ ৬ উইকেটের পতন ঘটলে লঙ্কানদের ইনিংস ৩২৭ রানে শেষ হয়।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৬৭ (ডু প্লেসি ১৮৫, ডি ভিলিয়ার্স ৬৪, ডি কক ৫৫; পাথিরানা ২-৫৫)
শ্রীলঙ্কা অলআউট ৩২৭, ৪৮.১ ওভার (থারাঙ্গা ১১৯, ভিরাকোদ্দি ৫৮, ডিকওয়েলা ৫৮; পারনেল ৪-৫৮, রাবাদা ২-৫০, প্রিটোরিয়াস ২-৫৫)
ফল : দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৪-০ ব্যবধানে এগিয়ে।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম