হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট আজ। আর এই টেস্টে মাঠে নামার আগে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ টেস্ট দলপতি মুশফিকুর রহিম।
৫১ টেস্টে ২ হাজার ৯২২ রান করা মুশফিক ঐতিহাসিক এই টেস্টে আর ৭৮ রান পেলেই চতুর্থ কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। তার আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, তামিম ইকবাল ও সাকিব আল হাসান এই মাইলফলক স্পর্শ করেছেন।
এদিকে, ৯২টি ডিসমিসালের মালিক মুশফিক ভারতের বিপক্ষে আর ৮টি ডিসমিসাল করতে পারলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ ডিসমিসালের মালিক হবেন তিনি।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব