ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে শুরুতেই লোকেশ রাহুলকে সাজঘরে ফেরালেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ভারতীয় এই ওপেনারকে বোল্ড করেন তিনি। বর্তমানে ক্রিজে আছেন মুরালি বিজয় ও পূজারা।
এর আগে, বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব