ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে শুরুতে উইকেট তুলে নিলেও বাজে ফিল্ডিংয়ে আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হচ্ছে টাইগারদের। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে ৮৪ রানের জুটি গড়ে ভারতে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অপরাজিত দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (৩৯) ও মুরালি বিজয় (৪৫।
বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে ইনিংসের প্রথম ওভারেই লোকেশ রাহুলকে ফিরিয়ে কোহলির টস জেতার আনন্দ ধূলিস্যাৎ করে দেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এরপর ৮৪ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন পূজারা ও মুরালি বিজয়। যদিও তাদের উইকেটে টিকে থাকার পেছনে তাদের না যতটা কৃতিত্ব তার চেয়ে বেশি বাংলাদেশি ফিল্ডারদের।
ইনিংসে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ওভারে দুবার স্লিপে ক্যাচ ধরার চেষ্টায় হাতও লাগাতে পারেননি সাকিব আল হাসান। চেতেশ্বর পূজারার ক্যাচ একটু দূর দিয়ে গেলেও মুরালি বিজয়ের ক্যাচ হাতের কাছেই পেয়েছিলেন সাকিব। তবে ফিল্ডারদের ব্যর্থতা এখানেই থেকে থাকেনি। এবার দৃশ্যপটে সেই মিরাজই। দুই ব্যাটসম্যান এক প্রান্তে তারপরও রান আউট করতে পারেন তিনি। কামরুল ইসলাম রাব্বির ধীর গতির থ্রো স্টাম্পের পিছনে থেকে এগিয়ে এসে সামনে ধরতে চেয়েছিলেন মিরাজ। ধরতে পারেননি, বল হাত ফসকে বেরিয়ে যায় বেঁচে যান মুরালি বিজয়।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব