টেস্ট ক্রিকেটে চতুর্থবারের মতো ডাবল সেঞ্চুরি উদযাপন করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে ডাবল সেঞ্চুরি করার পর বেশিক্ষণ টেকেননি তিনি। ২৪৬ বলে অনবদ্য ইনিংসটির সমাপ্তি হয় ২০৪ রানে। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। তার বিদায়ের সময় ভারতের স্কোর ছিল ৪৯৫/৫।
হায়দরাবাদ টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। ৩৭ ওভার বল করে ৬ মেডেনসহ ১০৬ রান দিয়ে তিনি ৩ উইকেট তুলে নিয়েছেন। সবচেয়ে কিপ্টে বোলারও তাইজুল। তার ইকনোমি রেট মাত্র ২.৮৬। আর ৫.২৬ ইকনোমি রেটে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার কামরুল ইসলাম রাব্বি।
এ রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ১৩৬ ওভার শেষে পাঁচ উইকেটে ৫৪৩। ঋদ্ধিমান সাহা (২৮) ও রবিচন্দ্রন অশ্বিন (২৮) জুটি গড়েছেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম