চলমান নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের জন্য টাইগ্রেসদের টার্গেট ১৪১ রান। ৪৯.১ ওভারে গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস।
শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন কারি অ্যান্ডারসন। ওপেনার অলিভিয়া রাই ১৬ ও সারাহ ব্রাইস ৪ রান করেন। তিন নম্বরে নামা ক্যাথরিন ব্রাইস করেন ১৭ রান। ১৪ রান আসে রাচিলের উইলো থেকে। ১২ রান করে বিদায় নেন ফিওনা।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন খাদিজা তুল কুবরা এবং সালমা খাতুন। দুটি উইকেট পান রুমানা আহমেদ। আর একটি করে উইকেট তুলে নেন জাহানারা ও পান্না।
এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় পাপুয়া নিউ গিনিকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬৭ রানে হেরে বসে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষের দেওয়া ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৬০ রানে সবকটি উইকেট হারায় রুমানা আহমেদরা।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম