৬৮৭ রানের পাহাড়টা দেখেও ধীর-স্থির ভাবেই শুরু করেছিলেন তামিম ইকবাল-সৌম্য সরকার। কিন্তু সৌম্যের একটা শটেই শঙ্কা জেগেছিল। চার রানের জন্য ওই শটটা খেলেছিলেন তিনি। কিন্তু সেই শট খেলতে গিয়েই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আগেই এক উইকেট নেই বাংলাদেশের।
৩৮ রানের জুটি ভেঙে ১৬ বল বাকি থাকতেই সাজঘরে ফেরেন সৌম্য। উমেশ যাদবের করা ওভারের দ্বিতীয় বলে আলতো ছোঁয়া লেগে বল যায় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার কাছে। ঋদ্ধিমান নিজেও নিশ্চিত ছিলেন না।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রিভিউ নিয়ে নেন। ব্যাটের কোণায় যে বল আলতো করে ছুঁয়ে গেছে তা ধরা পড়ে রিভিওতে। ব্যাটে ওই আলতো ছোঁয়াটা না লাগলে আগামীকাল দারুণ আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারত বাংলাদেশ। তার বদলে বাংলাদেশ দিন শেষ করল সৌম্যকে হারানোর আক্ষেপ দিয়ে।
১৫ রানে সৌম্য আউট হওয়ার পর ২৪ রানে তামিম ও ১ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংস ১৪ ওভারে ৪১/১। ফলে ৬৪৬ রানে পিছিয়ে থেকে আগামীকাল ব্যাট করতে নামবে তারা।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা