মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় দলকে দ্বিতীয় জয় এনে দিতে অপরাজিত অর্ধশতক করেন ফারজানা হক। অলরাউন্ড নৈপুণ্যে সামনে থেকে নেতৃত্ব দেন রুমানা আহমেদ।
শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে ১৪০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় পাপুয়া নিউ গিনিকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬৭ রানে হেরে বসে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষের দেওয়া ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৬০ রানে সবকটি উইকেট হারায় রুমানা আহমেদরা।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা