বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে শুরুর থেকেই ম্যারাডোনার সম্পর্কটা ছিল বৈরী। প্রাণ খুলে প্রশংসা দূরে থাক, দু'পক্ষই ব্যস্ত ছিল কীভাবে অপরকে আক্রমণ করা যায়।
তবে সেপ ব্লাটার নির্বাসিত হওয়ার পর গত বছরের ফেব্রুয়ারিতে নিযুক্ত হওয়া নতুন ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর সঙ্গে সম্পর্কটা ভালো হয়েছে আর্জেন্টির সাবেক তারকা ফুটবলার ম্যারাডোনার। ১৯৮৬ সালের এই বিশ্বকাপজয়ী এখন ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
বৃহস্পতিবার ফেসবুকে এ তথ্য জানাতে দিয়েগো মারাডোনা লিখেছেন, অবশেষে দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ হল। আমি এবার কাজ করতে পারব স্বচ্ছ ফিফার সঙ্গে। কাজ করব তাদের সঙ্গে যারা সত্যিই ফুটবলটাকে ভালোবাসেন।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা