হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন সকালে টাইগাররা নেমেছিলেন স্বাগতিক ভারতের ৬৮৭ রানের পাহাড় ডিঙানোর প্রত্যাশায়। কিন্তু খুব দ্রুতই শুরু হয় উইকেট পড়ার মিছিল। একে একে সাজঘরে ফেরেন তামিম ইকবাল, মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অর্ডারের এই ব্যাটসম্যানদের কারও রান সংখ্যাই ৩০ এর ঘর পার করতে পারেনি। এর আগের দিন সৌম্য সরকারও আউট হন মাত্র ১৫ রানে।
রিয়াদ আউট হওয়ার পর ক্রিজে সাকিব আল হাসানকে সঙ্গ দিতে আসেন মুশফিকুর রহিম। এখনো পর্যন্ত কোনো অঘটন ঘরেনি। মুশফিককে সঙ্গে নিয়ে ভারতের বিপক্ষে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৮৪ বল খেলে সাকিব এ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত আছেন। ৬৬ বলে মুশফিকের সংগ্রহ এই পর্যন্ত ৩৩।
মুশফিক-সাকিব জুটির কল্যাণে ৫৪.৩ ওভার শেষে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯০ এ।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা