আইসিসি একদিনের ক্রিকেটের ক্রমতালিকার শীর্ষস্থান এখন দক্ষিণ আফ্রিকার দখলে। শুক্রবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে সফররত শ্রীলঙ্কাকে পঞ্চম একদিনের ম্যাচে ৮৮ রানে হারাল এবি ডিভিলিয়ার্সের দল। আর এই জয়ের মধ্যে দিয়েই নিজেদের সবার ওপরে নিয়ে যায় তারা।
টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক উপুল থারঙ্গা দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান। হাসিম আমসা ও কুইন্টন ডি ককের জোড়া শতরানে ভর করে প্রোটিয়ারা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৪ রানের বিশাল স্কোর দাড় করে। ৮৭ বলে ১০৯ রান করে যান ডি কক। ১৩৪ বলে ১৫৪ রানের ইনিংস আসে আমলার ব্যাট থেকে।
পরেরদিকে ডু প্লেসিস ৪১, বাহারডিয়েন ৩২ রান যোগ করেন। জবাবে ৮২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। তাও কিনা ১৪ ওভার শেষ হওয়ার আগেই। লোয়ার অর্ডারে এসে গুনরত্নের শতরান ১১৭ বলে ১১৪ রান করেন ও পাথিরানা ৫৬ রান করেন।
শেষপর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট খুইয়ে ২৯৬ তুলতে সমর্থ হয় শ্রীলঙ্কা। হাশিম আমলাই হন ম্যাচের সেরা। এদিনের জয়ের ফলে একদিনের ক্রিকেটে এক নম্বরের মুকুট ফের দক্ষিণ আফ্রিকার মাথায় উঠল।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০