বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটের তিন ফরম্যাটেই বোলারদের কাছে ত্রাস এই প্রোটিয়া ক্রিকেটার।এই মৌসুমে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএল-এ কার্যত হতাশ করেছে। প্লে-অফেই যেতে পারেনি গতবারের রানার্স-আপ টিম।
এসবরে মাঝেই এবিডি-র দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর রোমান্টিক সত্ত্বা ফুটে উঠেছে। তিনি বলছেন স্কুল জীবনে প্রচুর প্রেমপত্র লিখেছেন তিনি। কিন্তু এতটাই লাজুক ছিলেন যে, একটাও দিতে পারেননি পছন্দের মানুষদের।
ডি ভিলিয়ার্স বলছেন,‘‘স্কুল জীবনে প্রায় ২৫-৩০টা প্রেমপত্র লিখেছি আমি। কিন্তু একটাও দিতে পারিনি তাদেরকে। বাড়ি গিয়ে ছাদে উঠে সেগুলো লুকিয়ে রাখতাম। সেগুলোতে অনেক ভালোবাসা ছিল। আসলে আমি একটু প্রেমিক প্রকৃতির ছিলাম। স্কুলে গিয়েই প্রেমপত্র লেখা শিখেছিলাম।’’
ভিলিয়ার্স আরো জানালেন ,‘‘ ওই প্রেমের চিঠি গুলো থেকে অভিজ্ঞতা নিয়েই এখন আমার স্ত্রী’কে লিখি। এখনও মনে আছে ও, ভারত থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল। আমি ওর পাসপোর্টে একটা চিঠি গুঁজে দিয়েছিলাম। পরে ওকে ফোনে টেক্সট করে জানাতে বলেছিলাম, ওর কেমন লাগল চিঠিটা পেয়ে।’’ এসব বলতে বলতেই হেসে ফেলেন এবিডি।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৩ মে ২০১৭/ ই জাহান