৪ মে, ২০১৭ ০৩:১৩

ভক্তদের জন্য শচীনের নামে 'স্মার্টফোন'

অনলাইন ডেস্ক

ভক্তদের জন্য শচীনের নামে 'স্মার্টফোন'

দীর্ঘ অপেক্ষার পর স্মার্টট্রন এসআরটি-র হাত ধরে অবশেষে বাজারে এল শচীনের তেন্ডুলকর স্মার্টফোন। বুধবারই ভারতের বাজারে আত্মপ্রকাশ ঘটেছে এই ফোনের। ভারতের এই এলওটি কোম্পানি গত বছরই টি ফোন লঞ্চ করেছিল। এ বার তারা বাজারে আনল শচীন  থিমের এসআরটি স্মার্টফোন।

ফোনের পিছনেই রয়েছে মাস্টার ব্লাস্টারের শৈশবের একটি পরিচিত ছবি। যেখানে ঝাঁকড়া চুলের শচীন ব্যাট করছেন। স্টিল রঙের ধাতব বডির উপর কালো রং দিয়ে আঁকা সেই ছবি। রয়েছে তাঁর অটোগ্রাফও। ফ্লিপকার্টে ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। অন্য একটি ভার্সনের দাম ১৪,৯৯৯ টাকা।

সংস্থার দাবি, যাঁরা শচীন ভক্ত তাঁদের অবশ্যই এই ফোন সংগ্রহে রাখা উচিত। এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে এই শচীন ফোনে—
• ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজের ভার্সনটির দাম ১২,৯৯ এবং ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের ভার্সনটির দাম ১৪,৯৯৯ টাকা।
• কোনও মাইক্রো এসডি কার্ড নেই এই ফোনে।
• তবে এতে রয়েছে আনলিমিটেড ক্লাউড স্পেস।
• রয়েছে ৫.৫ ডিসপ্লে, ২.৫ডি কার্ভড গ্লাস।
• মেটাল ও প্লাস্টিক— দু’ধরনের ভার্সনেই মিলবে এই ফোনের।
• রয়েছে ডুয়াল সিমের সুবিধা। পাশাপাশি এটি ৪জি-এলইটি সাপোর্টও করবে এই ফোন।
• ৩০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে সচিন ফোনে।
• ক্যামেরার মানও যথেষ্ট উন্নত এই এসআরটি ফোনে। ১৩ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন ব্যাক ক্যামেরা রয়েছে এতে।
• রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সূত্র: আনন্দবাজার।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর