ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এবারের আসরে বেশ ভাল ফর্মে আছেন গৌতম গম্ভীর। আর এর জন্য পুরস্কার হিসেবে সাবেক কোচ রবি শাস্ত্রীর বাহবা পেলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। রবি শাস্ত্রী সম্প্রতি দাবি করছেন, গম্ভীরকে তিনি আবারো জাতীয় দলে দেখতে চান।
আইপিএলে ব্যাট হাতে গম্ভীরের দুর্দান্ত ফর্মের প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘এবারের আইপিএল এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ওপেনার গম্ভীর। একের পর এক মসৃণ ইনিংস খেলে যাচ্ছে সে। ব্যাট হাতে সেরা ফর্মটাই দেখাচ্ছে সে। তার এই ফর্ম জাতীয় দলে দারুণ কাজে দেবে। তাই জাতীয় দলে গম্ভীরকে ফিরিয়ে আনা উচিত।’
এবারের আইপিএলে এ পর্যন্ত ১১ ইনিংস ব্যাট করেছেন গম্ভীর। ৪টি হাফ-সেঞ্চুরিতে ৫১ দশমিক ৩৭ গড়ে ৪১১ রান তার ঝুলিতে রয়েছে। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। ব্যাট হাতে বেশ স্বাচ্ছেন্দ্যেই দেখা যাচ্ছে গম্ভীরকে। নিখুত সব শটে উইকেটের চারপাশ থেকেই রান আদায় করে নিচ্ছেন তিনি।
এর আগে গত বছরের নভেম্বরে ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন গম্ভীর। তবে ২০১৩ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ৫৮ টেস্টে ৪১৫৪ ও ১৪৭ ওয়ানডেতে ৫২৩৮ রান রয়েছে এই বাঁ-হাতি ব্যাটসম্যানের। ২০১২ সালের ডিসেম্বরে জাতীয় দলের সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ৩৫ বছর বয়সী গম্ভীর। ৩৭ টি-২০তে তার রান ৯৩২।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ ৪ মে ২০১৭/ ই জাহান