ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪২ তম ম্যাচে আজ মাঠে নামছে তারকা ক্রিকেটার জহির খানের দল দিল্লি ডেয়ার ডেভিলস ও সুরেশ রায়নার দল গুজরাট লায়ন্স।
দিল্লিতে স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে দুইবার মুখোমুখি হলেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। দু'দলই একটি করে ম্যাচ জিতেছে। তবে এবারের আইপিএলে এটাই দু'দলের প্রথম সাক্ষাৎ। তবে আজ দিল্লির মাঠে কতটা নৈপুণ্য দেখাতে পারবেন রায়নারা সেটাই দেখার বিষয়!
অন্যদিকে দিল্লির নিয়মিত অধিনায়ক জহির খান হ্যামিস্ট্রিংয়ের ইনজুরিতে থাকায় আজ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ৪ মে, ২০১৭/ই-জাহান