ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
বৃহস্পতিবার বিদেশি প্লেয়ার হিসেবে কাউন্টি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ভারতের পূজারা। ফার্স্টবোলার জেমস প্যাটিনসন চলে যাওয়ায় পূজারাকে ডেকে নিল নটিংহ্যামশায়ার।
অস্ট্রেলিয়ার এই বোলারকে চ্যাম্পিয়ন্স ট্রফি শিবিরের জন্য ডেকে নেওয়া হয়েছে। মে মাসের মাঝামাঝি দলের সঙ্গে যোগ দেবেন পূজারা। তার পর গ্লস্টারশায়ারের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে তাঁর দল। এ ছাড়াও খেলতে হবে গ্ল্যামারগন ও ডার্বিশায়ারের বিরুদ্ধে।
এই মুহূর্তে কাউন্টির দ্বিতীয় ডিভিশনের শীর্ষে রয়েছে নটিংহ্যাম। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দলের প্রয়োজন অনুযায়ী প্লেয়ার খুঁজছিলেন। যিনি দলের মানের উন্নতি ঘটাবে তাঁর খেলার মধ্যে দিয়ে। পূজারার মতো ব্যাটসম্যানকে পেয়ে খুশি ক্লাব। ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামা পূজারার ব্যাটিং গড় ৫৮.০৭। ৩৮টি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।
অতীতে তিনি ইয়র্কশায়ার ও ডার্বিশায়ারের হয়েও কাউন্টিতে খেলেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ডবল সেঞ্চুরিও করেছেন। পূজারা বলেন, ‘‘আমি তৈরি। আমি ইতিমধ্যেই নিজের স্কিল বাড়ানোর জন্য কাজ শুরু করে দিয়েছি। আমি কাউন্টি খেলতে ভালবাসি। আর ট্রেন্টব্রীজ খেলার যোগ্য পরিবেশ। হোম প্লেয়ার হিসেবে সেখানে প্রথম অভিজ্ঞতার জন্য মুখিয়ে রয়েছি।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/ ৪ মে, ২০১৭/ই-জাহান