চলতি জুনে ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু দল ঘোষণার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো দল ঘোষণা করেনি ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদরে খেলা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবে এবার চ্যাম্পিয়নস ট্রফির জন শিগগিরই দল ঘোষণার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিসিসিআই-কে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এ নির্দেশ দেন।
এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়ে জট কাটল। ইংল্যান্ডের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাচ্ছে ভারত। সিওএ এদিন বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেযন দ্রুত ভারতীয় দল ঘোষণা করতে হবে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ঘোষণার শেষ তারিখ ছিল ২৫ এপ্রিল। কিন্তু এই সময়ের মধ্যে বাকি সাতটি দেশ দল ঘোষণা করলেও ভারত দল ঘোষণা করেনি। আইসিসি-তে ভারতীয় বোর্ডের লভ্যাংশ কমিয়ে দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে সরাসরি বিরোধিতার পথে হাঁটে বিসিসিআই।
প্রতিবাদ জানাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না-খেলার সম্ভাবনার কথাও বলেন বোর্ড কর্তারা। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি (সিওএ) বোর্ডের আধিকারিক অমিতাভ চৌধুরিকে চিঠি লিখে জানায়,‘বোর্ড কর্তাদের এটা মাথায় রাখা উচিত, ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা দল। সুতরাং আইসিসি-র কোনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও অর্থ হয় না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ধরে রাখার জন্য ভারত সব রকম ব্যবস্থা করা হবে। শীঘ্রই ভারতীয় দল ঘোষণা করা হবে৷’ বিশ্বের সেরা আটটি দল নিয়ে ১ জুন থেকে ইংল্যান্ডে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৪ মে, ২০১৭/ই-জাহান