ওয়েস্ট ইন্ডিজ সফরে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া সিমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তার ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন টি-২০ এবং সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজের উভয় দলেই রাখা হয়েছে দেশটির নতুন সেনশেসন লেগ স্পিনার ১৮ বছর বয়সী রশিদ খানকে।
দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথমবার সুযোগ পেয়ে রীতিমত বিশ্ব তারকার খ্যাতি পেয়ে গেছেন রশিদ। সানরাউজার্স হায়দারাবাদের হয়ে ১২ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তরুণ মেধাবী এ ক্রিকেটার। বিপিএলে রশিদের সতীর্থ মোহাম্মদ নবীও আছেন আসগর স্তানিকজাইর নেতৃত্বাধীন দলে। তবে ডোপ টেস্টে ধরা পড়ায় দলে নেই ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
এসিবি প্রধান নির্বাচক নওরোজ মঙ্গল বলেন, ওয়েস্ট ইন্ডিজ একটি অভিজ্ঞ দল এবং এ সিরিজে ভাল করতে আমরা অভিজ্ঞ দল নির্বাচন করেছি। আমরা টি-২০ ও ওয়ানডের জন্য ভিন্ন দল বাছাই করেছি। দুই ফর্মেটেই দলের নেতৃত্ব দেবেন আসগর স্তানিকজাই।
জিম্বাবুয়ের পর পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এশিয়ার দলটির জন্য এটা হবে প্রথম দ্বিপাক্ষিক কোনো সিরিজ এবং ভাল নৈপুণ্য দেখাতে পারলে তাদের টেস্ট মর্যাদা পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
আগামী ২, ৩ ও ৫ জুন তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে একই মাসের ৯, ১১ ও ১৪ তারিখ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে দল: আসগর স্তানিকজাই (অধিনায়ক), নুর আলী জাদরান, জাভিদ আহমদি, উসমান গনি, রহমত শাহ জারমাতি, নাসির জামাল, মোহাম্মদ নবী, ইসা খেল, সামিউল্লাহ শেনওয়ারি, গুলিবাদিন নাইব, রশিদ খান, শফিকুল্লাহ শফিক, শাপুর জাদরান, আমির হামজা হোটাক, দৌলত জাদরান, আফসার জাজাই, ফরিদ মালিক।
টি-২০ দল: আসগর স্তানিকজাই (অধিনায়ক), নুর আলী জাদরান, জাভিদ আহমদি, উসমান গনি, মোহাম্মদ নবী, ইসা খেল, নজিব জাদরান, গুলবাদিন নবী, রশিদ খান, শফিকুল্লাহ শফিক, শাপুর জাদরান, আমির হামজা হোটাক, ফরিদ মালিক, দৌলত জাদরান, করিম জানাত।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/এনায়েত করিম