বিপিএলের শুরু থেকেই প্রতিটি আসরে ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু এর ব্যতিক্রম ছিল বিপিএলের চতুর্থ আসর। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতায় শেষ পর্যন্ত উদ্ভোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়ায় বিপিএল। তবে বিপিএলের এবারের আসরে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল শনিবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের এমন পরিকল্পনার কথা জানান।
বোর্ডের একটি সূত্রমতে, ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল পারফর্ম করবেন এবারের উদ্ভোধনী অনুষ্ঠানে।
এ প্রসঙ্গে শেখ সোহেল বলেন, এ বছর সিনেমার অভিনেতা-অভিনেত্রী নয়, সঙ্গীত শিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করতে চাইছি। আলোচনা এই পর্যন্ত আছে। আমাদের সবশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী শাহরুখ খান কিংবা আলিয়া ভাটের বিষয়টি বিবেচনায় রাখিনি। কারণ তারা অল্প সময় দিয়ে অনেক বেশি টাকা নেয়। তারপর আবার তাদের সিডিউল পাওয়াও কঠিন হয়ে যায়। এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি।
বিদেশি শিল্পীদের পাশাপাশি পারফর্ম করবেন দেশি শিল্পীরাও। শেখ সোহেল আরো বলেন, আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিয়েই বিপিএল উদ্বোধন করতে চাই। বিপিএলে জমকালো উদ্বোধন হলে তার প্রতি মানুষের বাড়তি আকর্ষণ থাকে। এজন্য দেশি ও বিদেশি শিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করব। এবারের আসরে দেশি খ্যাতনামা সঙ্গীত শিল্পী এবং ভারতীয় কিছু শিল্পীদের নিয়ে আসতে চাই। এবার সম্পূর্ণ ভিন্ন রকমের অনুষ্ঠান উপহার দেব।
প্রসঙ্গত, আগামী ২ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ৫ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। অন্যদিকে ৫ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের প্রথম ম্যাচ।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৭/আরাফাত