ত্রিদেশীয় সিরিজ জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলো ব্ল্যাক ক্যাপসরা। দ্বিতীয় সারির দল নিয়েও বেশ ভাল জয় উপহার দিচ্ছে ল্যাথাম বাহিনী। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। রবিবারের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আর তার ১০৪ রানের ওপর ভর করে কিউইরা রানের পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিকদের সামনে।
এর আগে টস জিতে কিউইদের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন কিউদের দুই ওপেনার লুক রঞ্চি ও টম ল্যাথাম। ৭০ রানের জুটি ভাঙ্গে রঞ্চির আউটে। তবে ল্যাথাম ৪ ছক্কা ও ৯টি চারের মারে ১১১ বলে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। এছাড়া রস টেইলর করেছেন ৫৭ রান।
আর শেষ দিকে কলিন মুনরোর ঝড়ো ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করেছে ল্যাথামরা। মুনরো ১৫ বলে ৪৪ রান সংগ্রহ করেন। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন ক্রেইগ ইয়ং। আর একটি করে উইকেট নিয়েছেন ম্যাকার্থি, ডকরেল ও চেজ। এবার জয়ের জন্য স্বাগতিকদের বেশ বেগ পেতে হবে করতে হবে ৩৪৫ রান।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/ ই জাহান