ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৬৮২ রানের শ্বাসরুদ্ধকর ম্যাচে মোহামেডানকে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি। ৩৩৯ রানের বড় সংগ্রহের পর ১ উইকেটে হেরেছে তারা। সোহাগ গাজী, প্রশান্ত চোপড়া ও তানভীর হায়দারের ব্যাটিং নৈপুণ্যের কাছে বিফলে গেছে শামসুর রহমানের রনি তালুকদারের দুর্দান্ত দুটি শতরানের ইনিংসও।
এর আগে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শেখ জামালের অধিনায়ক রাজিন সালেহ। ব্যাটিংয়ে নেমে ওপেনার শামসুর রহমানের ১৫২ বলে ১৪৪ এবং রনি তালুকদারের ৯৯ বলে ১১০ রানের ইনিংসের ওপর ভর করে ৩৩৯ রানের বিশাল পাহাড় দাঁড় করায় মোহামেডান। আর শেখ জামালের হয়ে ২টি করে উইকেট নেন ইলিয়াস সানি ও আব্দুল্লাহ আল মামুন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার প্রশান্ত চোপড়ার ৮৬ (৬০ বলে), সোহাগ গাজী ৮৯ (৬৪ বলে) তানভীর হায়দারের ৭৭ (৭২ বলে) ও ইলিয়াস সানির হার না মানা ৩৯ রানের ইনিংসের ওপর ভর করে ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল ধানমন্ডি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ আজিম, ২টি করে উইকেট পেয়েছেন এনামুল হক জুনিয়র ও তাইজুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৭/ ই জাহান