আইপিএলের দশম আসরের ফাইনালে পুণে সুপার জায়ান্টদের বোলিং তোপের সামনে খড় খুটোর মতো ভেসে গেল মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং লাইন আপেে হায়দরাবাদের ডেকানে মাত্র ১২৯ রান সংগ্রহ করেছে রোহিত শর্মারা।
টসে জিতে ব্যাটিং নামা মুম্বাই শুরু থেকেই ধুঁকতে থাকে মাত্র ৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে যে হোচট খায়। তা আর সামলে ওঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে সংগ্রহ দাঁড়ায় ১২৯।
পুণের হয়ে জাম্পা ও উনদাকাত নিয়েছেন ২টি করে উইকেট। এখন শিরোপা জিততে মাত্র ১৩০ রান দরকার স্মিথদের।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৭/ ই জাহান