ডব্লিউডব্লিউই তারকা ইত্তোরে ইউয়েন সম্প্রতি মুম্বাই এসেছিলেন। রেসলিং রিং তাঁকে অবশ্য ‘বিগ ই’ নামেই চেনে। এ সফরে ভারতের স্পেশ্যাল অলিম্পিক্স প্রতিযোগীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ডব্লিউডব্লিউই’র প্রচারের কাজও সেরেছেন রেসলার। গিয়েছিলেন আইপিএল’এর এক্সট্রা ইনিংসের মঞ্চেও। হাজার ব্যস্ততার ফাঁকেও ‘ওবেলা’কে সাক্ষাৎকার দিলেন তিনি।
পেশাদার রেসলিংকেই পেশা হিসেবে বেছে নিলেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বছর আটেক আগে ডব্লিউডব্লিউই’র সুযোগটা হঠাৎই চলে এসেছিল। জেভিয়ার্স এবং কোফি কিংগস্টনের মতো রেসলারের সঙ্গে টিম করে রিংয়ে নামার সুযোগ পেয়েছিলাম। কেরিয়ারে এর চেয়ে ভাল আর কী-ই বা হতে পারত! স্কুল-কলেজে পড়ার সময় ফুটবল খেলতাম। হাইস্কুল স্টেট চ্যাম্পিয়নশিপে রেসলিংও করেছি। জীবনে এমন কিছু করতে চেয়েছিলাম, যেখানে শারীরিক কসরত করার জায়গা থাকবে। ডব্লিউডব্লিউই ইন্ডাস্ট্রিতে অনেকেই বলেন, আমি নাকি একটু বেশিই মিডিয়া ফ্রেন্ডলি। মানুষের সঙ্গে মিশতে আমার ভাল লাগে, এটাই অনেকে বোঝেন না। সকলের প্রত্যাশা রিংয়ে আমাকে আগ্রাসী করে তোলে।
সাক্ষাৎকার তিনি আরও জানান, বিশ্বের বহু দেশে গিয়েছি, কিন্তু ভারতে এসে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তা মনে রাখার মতো। সকলে এগিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন। সেটা দেখেই বুঝতে পারি, সাধারণ মানুষের মধ্যে ডব্লিউডব্লিউই’র জনপ্রিয়তা কতটা।
বিডি প্রতিদিন/এ মজুমদার