ব্রাজিল ফুটবলের অন্যতম তারকা খেলোয়াড় রিকার্ডো কাকার চোখে এই মুহূর্তে সেরা তরুণ ফুটবলার নেইমার। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকাকে যেন মুগ্ধ করেছে নেইমার যাদু। তাইতো কোনো ধরনের সংকোচ প্রকাশ না করেই সেরা তরুণ খেলোয়াড় হিসেবে স্বদেশী নেইমারের নামটাই বললেন বর্তমানে মেজর লিগ সকারে ওরল্যান্ডো সিটির হয়ে খেলা কাকা।
এ ব্যাপারে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার প্রিয় তরুণ খেলোয়াড় নেইমার। সে যেভাবে খেলে তা আসলেই ভালো না বেসে পারি না। সবকিছুকেই খুব সহজ বানিয়ে ফেলে সে। বর্তমানে বার্সেলোনার সময়টাও দারুণ উপভোগ করছে নেইমার।’
এদিকে, ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ইতোমধ্যেই প্রথম দল হিসেবে টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। কাকার চোখে এই বিশ্বকাপে ব্রাজিলই ফেবারিট। এ বিষয়ে তিনি বলেন, ‘ব্রাজিল এখন খুবই ভালো খেলছে। নতুন কোচ তিতে জাতীয় দলকে সঠিকভাবেই এগিয়ে নিচ্ছেন। তারা ইতোমধ্যেই রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আমার মতে, ব্রাজিলই এবার ফেবারিট দলগুলোর মধ্যে অন্যতম।’
এছাড়া বিশ্বকাপে তার খেলার সুযোগ আছে কি না এমন প্রশ্নের উত্তরে কাকা বলেন, ‘কোচ যদি ভাবেন যে, কোনো না কোনো ভাবে আমি জাতীয় দলকে সহায়তা করতে পারবো তাহলে ব্রাজিলের হয়ে খেলতে আমি প্রস্তুত। তবে এই মুহূর্তে আমি ওরাল্যান্ডো সিটির হয়ে খেলতেই মনোযোগ দিচ্ছি। এখানে যদি ভালো খেলি, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখি তাহলে জাতীয় দলে খেলার সম্ভাবনা তৈরি হতেও পারে। তা চিন্তা করে অবশ্য আমি প্রতিটি দিনকে নষ্ট করছি না। তবে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে আমি খুবই খুশি হবো।’
সূত্র : গোল.কম
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/ওয়াসিফ