টানা দুই ফিটনেস টেস্ট উতরাতে ব্যর্থ হওয়ার উমর আকমলকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা হচ্ছে পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। তার পরিবর্তে দীর্ঘদিন পর হারিস দলে ফিরতে পারেন সোহলে ও উমর আমিন। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে চলমান দু্টি ফিটনেস টেস্ট উতরাতে ব্যর্থ হয়েছেন উমর আকমল। তিনি বলেন, আমাদের একটা পলিসি রয়েছে, সেটা ফিটনেসহীন খেলোয়াড় না রাখার। তাই তার পরিবর্তে অন্য খেলোয়াড় ইংল্যান্ডে পাঠানো হবে। তিনি বলেন, আগামী ২৫ মে পর্যন্ত ডেডলাইন আছে, তার মধ্যেই রিপ্লেসমেন্ট করা হবে।
দলে সুযোগের অপেক্ষায় থাকা উমর আমিন সর্বশেষ পাকিস্তান দলের হয়ে ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের অক্টোবরে। আর হ্যারিস সোহেলের সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৫ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/মাহবুব