চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দলে ওমর আকমলের জায়গায় ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার হারিস সোহেল। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
এর আগে, দুই বার ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েন উমর আকমল, যে কিনা আরেক ভাই কামরান আকমলের পরিবর্তে দলে এসেছিলেন। ইতোমধ্যে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাকিস্তানের জার্সিতে সবশেষ ২০১৫ সালে মে মাসে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২৮ বছর বয়সী সোহেল। সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান কাপে পাঁচ ম্যাচে ৪৭.২০ গড়ে ২৩৬ রান করে নির্বাচকদের নজর কাড়েন এ বাঁহাতি ব্যাটসম্যান।
পরিবর্তিত পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আজহার আলী, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, বাবর আজম, হারিস সোহেল, ফাহিম আশরাফ, ফখর জামান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/মাহবুব