চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দেখা গেল সেই চির চেনা যুবরাজকে। ধুন্ধমার চার-ছক্কার মারে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
মাত্র ৩২ বল খেলে ৮টি চারের মার ও ১টি ছক্কায় ৫৩ রান করে হাসান অালীর বলে আউট হন যুবরাজ। আর তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহের পথে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭.১ ওভারে ৩ উইকেট না হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছে ভারত।
বিডি প্রতিদিন/ ৪ জুন, ২০১৭/ ই জাহান