রেকর্ড বুকে নাম ওঠাতে কার না ভাল লাগে। তবে পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাব রিয়াজ যেভাবে রেকর্ড বুকে নাম লেখালেন সেটা বোধহয় আর কোনও ক্রিকেটার চাইবেন না।
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের লড়াইয়ে পাকিস্তান-ভারত ম্যাচে তিনি দিয়েছেন ৮৭ রান। বোলিং করেছেন ৮. ৪ ওভার। প্রতি ওভারে গড়ে রান দিয়েছেন দশের ওপরে। আর এতেই এ চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে খরুচে বোলারের তকমা।
তবে বেচারা ওয়াহাব দুর্ভাগাই বটে বোলিংয়ে মার তো খেয়েছেনই। পড়েছেন ইনজুরির কবলেও। নবম ওভার পূর্ণ না করেই খুড়িয়ে খুড়িয়ে ফিরেছেন ডাগ আউটে।
বিডি প্রতিদিন/ ৪ জুন, ২০১৭/ ই জাহান