ভারতে বিজয় মালিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও বিদেশে বহাল তবিয়েতে আছেন তিনি। এজবাস্টনে যখন বিরাট বাহিনীর দাপটে সরফারাজ বাহিনীর একের পর এক ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথে ঠিক তখনই দর্শকের আসনে বসে ভারত-পাক ম্যাচ উপভোগ করলেন বিজয় মালিয়া। তাঁর সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
২০১৬ সালের মার্চ থেকে ইংল্যান্ডে আছেন ভারতের কিংফিশার বিমান সংস্থার কর্ণধার বিজয় মালিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, কয়েক হাজার কোটি টাকার দেনা শোধ না করেই তিনি বিদেশে পালিয়েছেন। এই বিষয়ে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারিও হয়েছে৷ তবে তাতে বিশেষ কিছু অসুবিধা হয়নি বছর ৬১র এই শিল্পপতির। ব্রিটেনের মাটিতে দিব্যি ভালোই আছেন তিনি৷
কয়েক দিন আগেই বিজয় মালিয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷তাতে দেখা যায় তিনজন নামজাদা মডেলের সঙ্গে নৌবিহারে ব্যস্ত এই শিল্পপতি৷ এরপরে ফের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ তাতে ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে আইপিএল দেখছিলেন তিনি। এবার ফের বিজয় মালিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এবার হোটেলের ঘরে বসে নয়৷ ভারতীয় গোয়েন্দারা যাকে দেশে ফেরাতে পারছেন না তিনি এজবাস্টনে বসে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখলেন গ্যালারিতে বসেই।
সম্প্রতি স্কটল্যান্ডের পুলিশ গ্রেফতারও করে বিজয় মালিয়াকে৷তবে বিজয় মালিয়া যেহেতু ভারতের অপরাধী তাই জামিন পেতে খুব একটা সমস্যা হয়নি। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চাইছে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মালিয়াতে যত তাড়াতাড়ি ভারতে ফেরত এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। ভারতের সেই চেষ্টা আদৌ কতটা সফল এখন সেটাই দেখার বিষয়। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার