তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেও শিরোপা জয় সম্ভব হয়নি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। তবে হতাশ নন দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ইউরোপ সেরার এই পুরস্কার জেতার আরও একটি চেষ্টা করতে চান এই ইতালিয়ান গোলরক্ষক। প্রসঙ্গত, কার্ডিফে শনিবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় জুভেন্টাস।
২০১৮ সালের জুনে ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বুফনের। তাই নিজের শেষ মৌসুমে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তিনি বলেন, ‘জুভেন্টাসের সঙ্গে আমার চুক্তি শেষ হতে আরও এক বছর বাকি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আরেকটি সু্যোগ আছে আমার সামনে। এই মৌসুমে ইতিহাস সৃষ্টি করার সুযোগ ছিল আমাদের, কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারিনি। এই বছর আমরা যা করেছি তা সামনের মৌসুমে করতে বেশ বেগ পোহাতে হবে।’
উল্লেখ্য, ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ের সব শিরোপাই জিতেছেন বুফন। ২০০৬ সালে আন্দ্রেয়া পিরলো, মাতোরাজ্জিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন বিশ্বকাপ শিরোপা। জুভেন্টাসের হয়ে জিতেছেন আটটি সিরি’আ, তিনটি কোপা ইতালিয়া ও একটি উয়েফা কাপ।
সূত্র: মিরর
বিডি-প্রতিদিন/৫ জুন, ২০১৭/ওয়াসিফ