চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ডানহাতি পেসার ক্রিস ওকস মাত্র দুই ওভার বল করে পাঁজরের বাম দিকের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন। পুরোপুরি সুস্থ হতে তার কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে। এজন্য ওকসের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার স্টিভেন ফিন।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ২৮ বছর বয়সী ফিন। ৬৯ ওয়ানডেতে ১০২ উইকেট শিকার করা ফিন বলেন, "আমার ধারণা ওয়ানডেতে আমার ভালো রেকর্ড আছে। আমি অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলেছি, যা আমাকে অভিজ্ঞ হতে সাহায্য করেছে। আমি বাকি সবার চেয়ে একটু লম্বা, যার কারণে আলাদা করে বাউন্স আদায় করে নিতে পারি। আমাদের স্কোয়াড যথেষ্ঠ শক্তিশালী, দলে জায়গা পেলে ভালো কিছু করার চেষ্টা করব। এই সুযোগটা কাজে লাগাতে চাই।"
সূত্র: ক্রিকইনফো
বিডি-প্রতিদিন/ ৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯