আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
আর এ ম্যাচে আম্পায়ার থাকছেন কারা সেটা জানার ইচ্ছা থাকাটাই স্বাভাবিক। কারণ এর আগে বিশ্বকাপ ও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও আম্পায়ারদের বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিয়ে অনেকটাই নাখোশ টাইগার সমর্থকরা।
আজকের ম্যাচের আম্পায়ার যারা:
১. নাইজেল লং ( মূল আম্পায়ার)।
২. ক্রিস জেফানি ( মূল আম্পায়ার)।
৩. ইয়ান জেমস গোল্ড ( টিভি আম্পায়ার)।
৪. সুন্দারাম রবি ( রিজার্ভ আম্পায়ার)।
সূত্র: ক্রিকইনফো
বিডি-প্রতিদিন/ ৫ জুন, ২০১৭/ ই জাহান