ক্রিকেটের প্রতিমুহূর্তে সংবাদ পরিবেশন করে স্পোর্টস সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।সেখানেই দ্য ফিজের লড়াই দেখতে মুখিয়ে বিশ্ব এমন উক্তি করা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওই ম্যাচ ঘিরে কাজ করছে অন্যরকম উন্মাদনা।
বিশেষ করে 'দ্য ফিজ' খ্যাত মুস্তাফিজুর রহমানের বোলিং শো দেখতে মুখিয়েছে বিশ্ব ক্রিকেট। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারের ফরমেটে ২০১১ সালের পর এই প্রথম মাঠে নামছে বাংলাদেশ।
অন্যদিকে দুই হায়দরাবাদ সতীর্থ আজ মুখোমুখি। একজন সানরাইজার্সের স্কিপার ও বর্তমান বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আরেকজন বাংলাদেশে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। যিনিও ২০১৬ মৌসুমে হায়দরাবাদের হয়ে সেরা উদীয়মান আইপিএল ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন।
তাই দুজনের লড়াইটা বেশ জমবে বলেই প্রত্যাশা ক্রিকেট বিশ্বের দর্শকদের। কাজ করছে অন্যরকম রোমাঞ্চও।
বিডি-প্রতিদিন/ ৫ জুন, ২০১৭/ ই জাহান