একদিন ইংল্যান্ড থেকে কলঙ্ক নিয়ে পাকিস্তানে ফিরেছিলেন মোহাম্মদ আমির। ঘটনার ৭ বছর পর এবার সেই দেশ থেকে ফিরলেন বীরের বেশে দেশে ফিরলেন পাকিস্তানের জাতীয় দলের এই তারকা পেসার। তবে তার এই দুর্দান্ত রূপে ফেরার পেছনে নাকি হাত রয়েছে পাকিস্তানে মিডল অলরাউন্ডার শোয়েব মালিকের। এমনটা বলছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, গত বছরই ব্রিটিশ নাগরিক নারিস খানকে বিয়ে করেছেন আমির। মাঠের বাইরে নারিস আর মাঠের ভিতর শোয়েব মালিকের অভিভাবকত্বই বদলে দিয়েছে আমিরকে।
এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলছেন, ‘‘পাকিস্তান বোর্ডই শোয়েবকে মেন্টর করে দেয় আমিরের। যার সুফল এখন পাওয়া যাচ্ছে।’’
প্রসঙ্গত, ২০১০ সালে ফিক্সিংয়ের আগে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্কের এক নাম ছিলেন মোহাম্মদ আমির। তখনকার তরুণ এই পেসারকে অনেকেই তুলনা করতেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরামের সঙ্গে।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৭/মাহবুব