সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাশরাফি এখন ১৫ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে, বল হাতে নৈপুণ্যতা দেখাতে ব্যর্থ সাকিব চলে গেছেন ১৯তম স্থানে। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। দুইয়ে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং তিনে আরেক অজি পেসার মিচেল স্টার্ক।
র্যাঙ্কিংয়ে বেশ লাফটা দিয়েছেন পাকিস্তানের হাসান আলী। ১২ ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট সেরা ও গোল্ডেন বল বিজয়ী।
এদিকে, ব্যাটিংয়ে সেরা ২০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে ২৯৩ রান করা বাঁহাতি ওপেনার রয়েছেন ১৬ নম্বরে।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে ভারতের বিরাট কোহলি। দুই নম্বরে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং তিনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৭/মাহবুব